কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় অনিমা দে (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার বেলা ১১ টার দিকে  উপজেলার রাজাপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।  

নিহত অনিমা দে উপজেলার রাজাপুর গ্রামের মৃত হিল্লাল দে’র স্ত্রী । 

পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার সকালে অনিমা দে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পার হচ্ছিলেন।  

এসময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল অনিমাকে সজোরে ধাক্কা দেয়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

No comments

Powered by Blogger.