মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১০ জন আটক



ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শুক্রবার  ১০ জনকে আটক করেছে বিজিবি। অবৈধ পথে ভারতে প্রবেশের সময় মহেশপুরের বেতবাড়িয়া গ্রামের সরকারী প্রাইমারি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়। এছাড়া ভারত থেকে শুক্রবার দুপুরে শ্যামকুড় মাঠপাড়া দিয়ে দুই শিশু নিয়ে এক মহিলা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের বাড়ি গোপালগঞ্জে। লড়াইঘাট সীমান্ত দিয়ে দালালের সহায়তায় তিনি নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে তার নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। এ ভাবে বিজিবির পাহারা ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে। 

সীমান্তের ৬টি ইউনিয়নের ১৪টি গ্রামে জেলা প্রশাসনের কঠোর বিধি নিষেধ থাকার পরও অবৈধ পথে এপার ওপার করছে মানুষ। এদিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক  নজরুল ইসলাম জানান, শুক্রবার যাদবপুর বিওপির দায়িত্বে বেতবাড়ীয়া গ্রাম থেকে দুই জন পুরুষ, চারজন নারী ও চার শিশুকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতয়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের আক্তার শেখের ছেলে  মিঠু হোসেন (২৬), মিঠুর স্ত্রী ফজিলা খাতুন (২১), তার মেয়ে  রাবেয়া আক্তার (৫), খুলনা জেলার ফুলতলা থানার বানিয়া পুকুর গ্রামের তুষার কান্তি সরকারের স্ত্রী শ্রাবণী সরকার (৪৭), নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের কাকা মিয়া মোল্লার ছেলে আলম মোল্লা (২২), একই থানার মহিষখোলা গ্রামের শামীম মোল্লার স্ত্রী রোকসানা বেগম (২৬) তার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (৭), নুর নবী মোল্লা (২), একই গ্রামের মিন্টু মোল্লার স্ত্রী  আফসানা আক্তার মিম (২২) ও তার ছেলে  মিনহাজুল ইসলাম (২)। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  



No comments

Powered by Blogger.