মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ১২ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১২জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে উপজেলার জুলুরী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ছাদ হতে এই  ১২জনকে আটক করা হয়। এর মধ্যে ২জন পুরুষ, ৫ জন নারী ও ৫জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইলজেলার কালিয়া উপজেলার জামরীলডাঙ্গা গ্রামে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে মাটিলা বিওপির সদস্যরা এই ১২জনকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।



No comments

Powered by Blogger.