ঝিনাইদহে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
রহমতের মাস রমজান। সময়ের পরিক্রমায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমা নিয়ে প্রতিবছর আসে পবিত্র মাহে রমজান। রমজানের এই সওয়াব ভাগা-ভাগি করে নিতে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রমজানের ২৫ তম দিনে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের পাশে যুবলীগ নেতা তরুন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম’র সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোদাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা দলিল উদ্দিন বিশ্বাস, আব্দুল গফুর, তিতু শিকদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, ছাত্রলীগ নেতা সংগ্রাম হোসেন, তাহাজ্জীবুল মনির, রুবেল হোসেন, আকাশ আহম্মেদ বকুলসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নানা শ্রেণী পেশার মানুষ। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
No comments