ঝিনাইদহে পথশিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
করোনাকালে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পথশিশুদের মাঝে ঈদসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের হাটের রাস্তা এলাকায় প্রয়াস আনন্দ স্কুলের আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, প্রয়াস আনন্দ স্কুলের সহ-সভাপতি সুরভী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক তাবিতা ইসলাম, নারী অধিকার কর্মী অরুন্ধতি রানী, সাংস্কৃতিক কর্মী ইসাহাক আলী, আজীবন সদস্য কে এম মিঠুসহ অন্যান্যরা।
এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ৪২ জন পথশিশুদের মাঝে ঈদবস্ত্র উপহার ও ৮০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়।
No comments