কোটচাঁদপুরে বজ্রপাতের গৃহবধু মৃত্যু।
মো: রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুর বজ্রপাতের আগুনে পুড়ে অঙ্গার হলো শেফালী বেগম (৩০) নামে এক গৃহবধু।
উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের দোয়ার পাড়া গ্রামের নজির আহম্মদ এর স্ত্রী আজ মঙ্গলবার মাঠে বিচুলি শুকাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে, সঙ্গে পুড়ে শরীর ঝলসে যায় দুই সন্তানের জননীর।
এসময় কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন,বিকালে বাড়ির পাশের মাঠে বিচুলি শুকাতে দিয়ে বৃষ্টি শুরু হলে তিনি বিচুলি গুচাচ্ছিলেন।এমন সময় বজ্রপাতে শেফালীর গোটা শরীর ঝলসে যায়।
শেফালীর মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে এখন শোকের মাতল।
No comments