কালীগঞ্জ প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

মরুহুম আব্দুর রাজ্জাকসহ কালীগঞ্জের প্রয়াত সকল সাংবাদিকদেও রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে রোববার সন্ধ্যায় ক্রীড়া ভবনে অনুষ্টিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজীম আনার। 

দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক তারেক মাহমুদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, উপজেলাযুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ফায়ারসার্ভিসের ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিব পদ বিশ্বাস, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক গোলাম রসুল, ক্রীড়া ভবনেরসহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, (নিমতলা) প্রেসক্লাবের সভাপতি শাহাজান আলী সাজু, সম্পাদক এনামুল হক সিদ্দিক ও সিনিয়র সাংবাদিক নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল প্রমুখ। মাহফিলে কালীগঞ্জের প্রয়াত সাংবাদিকসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দৈনিক জাগরণপত্রিকার জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা খালিদ হাসান।


No comments

Powered by Blogger.