আলহাজ্ব এম এ কাদের ( কালীগঞ্জ, ঝিনাইদহ) করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে নিজ বাড়ীতে অবস্থান করছেন।
লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ তায়ালার। মহান রাব্বুল আল আমিন মুহূর্তের মধ্যে যেমন লক্ষ কোটি জীবন দান করতে পারেন তেমনি নিয়েও নিতে পারেন। শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের বিশিষ্ট কলামিষ্ট আলহাজ্ব এম এ কাদের ( কালীগঞ্জ, ঝিনাইদহ) গত ২৪ এপ্রিল তারিখ থেকে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে প্রথমে যশোর কুইন্স ও পরে মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাননীয় চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে এবং ডাঃ অধ্যাপক তারেক আলম সাহেবের চিকিৎসায় বাংলাদেশ মেডিকেলের ৬০৮ নং কেবিনে ভর্তি ছিলেন। আল্লাহ্অশেষ মেহেরবানীতে গত ৩০ এপ্রিল কোভিড নমুনা পরীক্ষায় নেগেটিভ আসার পরে গত ২ মে ২০২১ তারিখে ডাঃ তারেক আলম সাহেব তাকে করোনামুক্ত করে রিলিজ করেন। মহান রাব্বুল আলামীনের পরম মেহেরবানিতে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি বর্তমানে আল্লাহর ইচ্ছায় নিজ বাড়ীতে
অবস্থান করছেন। তাঁর জন্য সংশ্লিষ্ট পত্রিকার পাঠক পাঠিকা, সাংবাদিক, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী ও কালীগঞ্জের সর্বস্তরের মানুষ যে দোয়া করেছেন, এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন তিনি মহান রাব্বুল আলামীনের কাছে এই প্রার্থনা করেন।
No comments