নির্জন খালে বিধবার লাশ

ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহের শৈলকুপায় খাল থেকে রেখা রানী নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের।

সোমবার রাতে উপজেলার মলমলি গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেখা একই গ্রামের যশোধর বিশ্বাসের স্ত্রী।

নিহতের ছেলে অপূর্ব কুমার বিশ্বাস জানান, জমি লিজের টাকা আনতে সোমবার বিকেলে পাশর্^বর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান তার মা। লিজের ১১ হাজার টাকা নিয়ে বিকেলের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করে খালে ফেলে রেখে গেছে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, রাতে মলমলি গ্রামের নির্জন খালে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ। 

ঝিনাইদহের এএসপি (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখে ও গলায় রয়েছে রক্তের দাগ। টাকা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


No comments

Powered by Blogger.