ঝিনাইদহে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদাণ


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯৪ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আড়মুখী গ্রামের ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের মাঝে এ সহায়তা প্রদাণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেনসহ অন্যান্যরা।

জেলা প্রশাসক জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আড়মুখী গ্রামে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। উপড়ে যায় শত শত গাছপালা। ক্ষতিগ্রস্থ ওসব পরিবারের মাঝে সরকারের দেওয়া ত্রাণ সহযোগিতা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর আগে তাদের শুকনা খাবার দেওয়া হয়েছে।



No comments

Powered by Blogger.