ঝিনাইদহে নির্মানাধীন মসজিদ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নির্মানাধীন মসজিদ ভাংচুরের প্রতিবাদে দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার বড়–ড়িয়া গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই গ্রামের মুসল্লীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, গড়াই নদীর ভাঙ্গনে গ্রামের মসদিজ নদী গর্ভে চলে গেছে। নতুন করে আবারো মসজিদ নির্মাণের সিন্ধান্ত নেয় গ্রামবাসী। সিদ্ধান্ত মোতাবেক বড়–রিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মান কাজ শুরু হয়। গত ২২ শে এপ্রিল বৃহস্পতিবার ভোরে বড়–রিয়া গ্রামের তমালের নেতৃত্বে মকলেস, মনোয়ার, রইচ, আলাল, রফিকুল, খাউরুল ও আবু সাইদসহ ১৫/২০জন নির্মানাধীন মসজিদের দুইটি পিলার ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে হামলা করে ৮ জনকে মারপিট করে আহত করা হয়।
কর্মসূঠী থেকে বক্তারা নির্মানাধীন মসজিদ ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
No comments