কালীগঞ্জে হতদরিদ্রকে টিন দিলেন সাবেক চেযারম্যান
স্টাফ রিপোর্টার ॥
ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় দরিদ্র গৃহহীণ পরিবারকে টিন প্রদান করলেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। বুধবার সকালে উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামের হতদরিদ্র রবিউল ইসলামকে এই টিন প্রদান করেন সাবেক এই চেয়ারম্যান।
টিন পেয়ে র্িউল ইসলাম জানান, স্ত্রী সন্তান নিয়ে দির্ঘদিন ধরে পুরাতন মাটির তৈরি ঝুপড়ি ঘরে বসবাস করছিলাম। বর্ষা এলেই আমাদের সারা রাত জেগে থাকতে হয়। গত আট বছর হলো আমি সরকারী ঘর পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু পায়নি। সম্প্রতি আমার এমন অবস্থার কথা জানতে পেরে সাবেক চেয়ারম্যান গোলাম রসুল নিজে বাড়িতে এসে টিন দেওয়ার আশ^াস দেন। রবিউল ইসলাম পাতবিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল জানান, রবিউল বাসস্থানের অভাবে কষ্টে আছে এমন সংবাদ জেনে নিজে তার বাড়িতে দেখতে যায়। তাদের অবস্থা দেখে খুব কষ্ট লাগে। এরপর বুধবার ঘর তৈরির প্রয়োজনীয় ৩৩ পিচ টিন তাদের বাড়িতে পৌছায়ে দেন।
No comments