ঝিনাইদহে আড়াই’শ হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া সেলুন কর্মচারীসহ আড়াই’শ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় তাদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেওয়া হয়। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ইউএনও এসএম শাহীনসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। ১০ কেজি চাল ও ৩’শ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।
No comments