ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ভূটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের উপদেষ্টা টিপু সুলতান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মাসব্যাপী প্রশিক্ষিত ৩০ জন সাঁতারুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের ৩০ জন সাঁতারা অংশগ্রহণ করে।
No comments