আহলান সাহলান সমাগত মাহে রমাদান

এম এ কবীরঃ

আহলান সাহলান সমাগত মাহে রমাদান। রহমত,বরকত,মাগফরোতরে মাস রমাদান। বশ্বি মুসলমিরে বহু কাঙ্খতি এই মাস কড়া নাড়ছে দোরগোড়ায়। প্রস্তুত মুসলমি জাহান। 

 আসুন জনেে নইি এ মাসে পৃথবিীর কোন দশেরে মানুষ কমেন করে পার করবে এই সময়। এ বছর সবচযে়ে বশেি সময় ধরে রোজা রাখবে গ্রনিল্যান্ডরে মুসলমিরা। তাদরে রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মনিটি।

এরপর রয়ছেে যথাক্রমে আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মনিটি), ফনিল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মনিটি), সুইডনে (১৮ ঘণ্টা ৫৮ মনিটি) ও স্কটল্যান্ডরে মুসলমিরা (১৮ ঘণ্টা ৩৬ মনিটি)।

সবচযে়ে কম সময় রোজা রাখবনে নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ২০ মনিটি), চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষণি আফ্রকিার (১১ ঘণ্টা ৫২ মনিট) মুসলমিরা।

সৌদি আরব, সংযুক্ত আরব আমরিাতসহ মধ্যপ্রাচ্যরে দশেগুলোতে রমজান শুরু হয়েছে ১৩ এপ্রলি।

বিশ্বের বভিন্নি অঞ্চলে র্সূযোদয় ও র্সূযাস্তের ওপর ভত্তিি করে মুসলমিদরে ১০ থকেে ২১ ঘণ্টা সময় র্পযন্ত রোজা রাখতে হবে। আল্লাহ আমাদরে রোজা রাখার তৌফকি দান করুন।




No comments

Powered by Blogger.