ঝিনাইদহে আলী বাই এক্সপ্রেস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আলী বাই এক্সপ্রেস লিমিটেড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিএম আর এস গ্রুপের সহযোগিতায় এইড ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ট্রেইনার ও এ্যাডমিন ডিরেক্টর সবুজ হোসেন এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী বাই এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক এ্যাডভোকেট আমির হোসেন মালিতা, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, প্রতিষ্ঠানের সিইও আবু বক্কর সিদ্দিক শুভ, এজিএম সাইফুজ্জামান রিন্টু মুন্সি, ইতমাম চৌধুরি প্রমুখ। এসময় খুলনা বিভাগের দুই শতাধিক আলী বাইয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আলী বাইয়ের প্রতিনিধি এস আর সুমন। এসময় বক্তারা বলেন, অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ‘আলী বাই এক্সপ্রেস লিমিটেডে’র মাধ্যমে সকল শ্রেণীপেশার মানুষ উন্নতমানের পন্য ঘরে বসেই সুলভমূল্যে ক্রয় করতে পারবে।


No comments

Powered by Blogger.