ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে মারধর আওয়মীলীগ সভাপতির বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। মামলা নং ২৫/১৬-০৪-২০২১।ফরিদ ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত খন্দকার আমিরুজ্জামানের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি খনন করছিলেন ফরিদ।
সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরজমিন পরিদর্শনে গিয়ে বাধা দেন স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে সরকারী কর্মকর্তার উপর হামলা চালায় খন্দকার ফারুকুজ্জামান ফরিদ।
এদিকে ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে নরহরিদ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে আসিফ (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদ- দেন। এ সময় ফরিদ পালিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে হাটগোপালপুর ক্যাম্পের ইনচার্জ সাব ইনপেক্টর জাহিদুল ইসলামকে। তিনি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।
বিষয়টি নিয়ে শনিবার বিকালে মামলার তদন্তকারী অফিসার জাহিদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর ফারুকুজ্জামান ফরিদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য খুজছি, কিন্তু পাচ্ছি না। তিনি বলেন, যত প্রভাবশালীই হোক না কেন কোন প্রভাব বা চাপের কাছে পুলিশ নত হবে না। সরকারী কর্মকর্তাকে মারধর করার অধিকার তাকে কে দিয়েছে?
No comments