ঝিনাইদহে করোনা আক্রান্ত নারীর দাফন সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মোছাঃ রহিমা খাতুন (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে জেলার কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, রহিমা খাতুন বাড়িতে অসুস্থ্য হওয়ার পর প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে করোনা রিপোর্ট টেষ্ট করা হলে পজেটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। পরে ইসলামিক ফাউন্ডেশন গঠিত (ইফা) কমিটি তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে মোট ৬৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ লাশ দাফন করলো ইফা গঠিত কমিটি।
No comments