ঝিনাইদহে ২ মাদকসেবীর ৭ দিনের কারাদন্ড ॥ জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় মাদক সেবনের অপরাধে দুই জনকে ৭ দিন করে কারাদন্ড ও ১’শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।
দন্ডিতরা হলো-পবহাটি এলাকার টুলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও পরিমল কুমার অধিকারীর সুবির কুমার অধিকারী।
আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পবহাটি এলাকায় অভিযান চালানো হয়। এসময় গাঁজা সেবনকরা অবস্থায় পরিমল ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ওই দুই জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা করে জরিমানা করা হয়।
No comments