ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে পিকআপ ভর্তি আনারসের ভিতর থেকে বিপুল পরিমাণ গাজাসহ দুই জনকে আটক করে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর এলাকার মহিষাকুন্ডুতে খাগড়াছড়ি থেকে একটি পিকআপে আনারসের মাঝে গাজা আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখ এর নেতৃত্বে এস আই ইউসুফ আলী এএস আই দেবাশীষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি আনারসের মাঝে রাখা সাড়ে ৭ কেজি গাজাসহ দুইজনকে আটক করা হয়।


No comments

Powered by Blogger.