আগুনে পুড়ল ১৬ কৃষকের২৫ বিঘা জমির পান বরজ প্রায় কোটি টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খর্দ্দরায়গ্রামের মাঠে আগুনে পুড়ে ১৬ কৃষকের প্রায় ২৫ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলদুপুরে রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায় গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে ওই গ্রামের রতন সেনের ২ বিঘা, পিজুসের ১ বিঘা, সুধীর সেনের ১০ কাঠা, রবীন সেনের ১ বিঘা, অনুপ সেনের ১ বিঘা, আনন্দ সেনের ২৫ কাঠা, কৃষ্ণ সেনের ১ বিঘা, বাবুল বিশ^াসের ১ বিঘা, রতন দত্তর ১৫ কাঠা, তাপস ১৫ কাঠা, চঞ্জল সেন ১৫ কাঠা,ভাস্কও ১০ কাঠা, রামপদ ১০কাঠা, অসোক দে ১ বিঘা, হারান সেন ১০ কাঠা এবং অমল সেনের ১০ কাঠাসহ প্রায় ২৫ বিঘা জমির পান পুড়ে যায়।উল্লেখ্য, ২০১১-১২ সালে ভয়াবহ অগ্নিকান্ডে একই স্থানে প্রায় ১০০বিঘা পান বরজ পুড়ে ছাই হয়েছিল। সেই কৃষকেরা আবার দায় দেনা করে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখতে না দেখতেইএবারো স্বপ্ন ভঙ্গ হল।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুর ১২ টার দিকে ওই মাঠে পান বরজে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট টিম ঘটঁনাস্তলে পৌছে । এ সময় তারা ফায়ার কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এরিমধ্যে আগুনে এলাকার প্রায় ১৬জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে আগুনের খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু। এমপি আনার এ সময় পুড়ে যাওয়া ক্ষেত পরিদর্শণ ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে শান্তনা দেন।
No comments