ঝিনাইদহে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মজিবর রহমান ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে রোববার দুপুরে এই অনুদান তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বজলুর রশীদ, হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, সহকারি পিইআইও হাসিবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ। 

জানা গেছে, ২৫মার্চ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দরিদ্র কৃষকের বসত বাড়ি ও ৬ জন কৃষকের পান বরজ পুড়ে যায়। এসব পরিবারগুলো বাড়িঘর  ও পানের বরজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। জেলা প্রশাসক ঘটনাটি জানতে পেরে নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের ডেকে এনে ১২টি পরিবারকে আর্থিক অনুদান ও ঢেউটিন এবং পানবরজ পুড়ে যাওয়া ৬ জন কৃষক পরিবারকে নগদ টাকা, চাল, ডালসহ শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে। 


No comments

Powered by Blogger.