শৈলকুপায় ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আহত দোকান মালিক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের ক্যাবল অপারেটর কাশেম খাঁনকে কুপিয়ে আহত করেছে নিপুল মোল্লা নামের এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় জেলার শৈলকুপা উপজেলার ভাটইবাজারে এ ঘটনা ঘটে। আহত কাশেমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কাশেমের ভাই রাকেশ রহমান জানান, ভাটই বাজারে তার ভাই কাশেম খাঁন নিপুল মোল্লার কাছ থেকে ১৬ হাজার টাকা জামানতে ৫ বছরের চুক্তিতে একটি দোকান ঘর ভাড়া নেয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দোকানের মালিকের প্রয়োজনে তাকে দোকান ছেড়ে দিতে বলা হয়। ভাড়াটিয়া দোকান ছেড়ে দিলেও তার জামানতের টাকা ফেরত পেতে দীর্ঘদিন দোকান মালিক নিপুলের কাছে সে ঘুরতে থাকে। গতকাল টাকা দেওয়ার দিন থাকলে সে টাকা চাইতে গেলে টাকা না দিয়ে আবার সময় চাই। ভাড়াটিয়া সময় ক্ষেপনের কথা বললে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে নিপুন ও তার ছেলে খবির, কৌশিকসহ কয়েকজন তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। 

এ ব্যপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলমের সাথে কথা হলে তিনি জানান, আমাকে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযাগ দেয়নি। যদি অভিযোগ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


No comments

Powered by Blogger.