ঝিনাইদহে পুলিশের আনন্দ উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ঝিনাইদহে আনন্দ উৎসব পালন করেছে পুলিশ।
রোববার বিকেলে হরিণাকুন্ডুতে জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে হরিণাকুন্ডু থানা পুলিশ। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌরসভার মেয়র ফারুক হোসেন, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. বজলুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা রওশন আলী, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু।
বক্তারা, উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির অবদান সরকার প্রধানের উল্লেখ করে উন্নত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান। পরে সন্ধ্যায় কেক কেটে দিবসটি পালন করা হয়।
No comments