কোটচাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত
এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় নানা বয়সি ও নানা পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়।
এই ম্যারাথনে প্রায় কোটচাঁদপুর উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ শতাধিক জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।
এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আসাদুজ্জামান রিপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোছাঃ শরিফুন্নেছা মিকি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৫ কিলোমিটার ম্যারাথনটি কোটচাঁদপুর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বক চত্তর হয়ে এলাংগী রোড হয়ে আবার উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
No comments