আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
‘করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান, নারী জাগরনী চক্র’র পরিচালক পারভীন আরা পপি, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়ক খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ। বক্তারা, নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
No comments