কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন উদযাপিত
আব্দুস সালাম জয় ঝিনাইদহ কালীগঞ্জ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ-৪ জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার এম,পি মহাদয়ের সহযোগিতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১’ সফলভাবে উদযাপিত হয়েছে। ০৪/০৩/২০২১
বৃহস্পতিবার সকালে ম্যারাথনে অংশগ্রহণকারীগন কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে গান্না রোডে ৫ কিলোমিটার প্রদক্ষিণ করেন। এই ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার এম,পি মহাদয়,ঝিনাইদহ-৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। কালীগঞ্জ উপজেলা যুবলীগ পৌর যুবলীগ এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
No comments