কালীগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত
এম, শাহজাহান আলী সাজু :
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ামতপুর ইউনিয়নে বারোপাখিয়া মাদ্রাসা মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া, উপসহকারী কৃষি অফিসার মতিয়ার রহমান সোনার বাংলা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস। এছাড়াও কৃষক নেতা হেলাল উদ্দিন, মকবুল হোসেন, আশরাফুজ্জামান, মনোয়ারা বেগম মাঠ দিবসে তাদের ফসলের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ।
জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য পানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন এলাকার কৃষকদের নিয়ে আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনার বাংলা ফাউনন্ডেশনের সমন্বয়কারী তোফায়েল আহমেদ ।
No comments