ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পাটির বর্ধিত সভায় জনতার ঢল
এনামুল হক সিদ্দীক,কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে ॥
কালীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পাটির উদ্ধ্যোগে এক বর্ধিত সভা পাটির অস্থায়ী র্কাযালয়ে বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় । কালীগঞ্জ উপজেলা জাতীয় পাটির আহবায়ক শাহাজাহান আলী মিয়ার সভাপতিত্বে আনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক মীর আরিফ হোসেন বাকু,ইনতুশমীর তোতা,বাবলুর রহমান,শামীম রেজা । পৌর জাতীয় পাটির আহবায়ক এনামুল হক সিদ্দীক, সদস্য সচিব ডাঃ তহিদুল ইসলাম, মোফাজ্জেল হোসেন, যুবনেতা সুলতান রাজা জুয়েল,খায়রুল ইসলাম খোশাল, জাতীয় সেচ্চাসেবক পাটির আহবায়ক আব্দুল মুজিদ, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী,আফছার উদ্দীন, আমিনুর রহমান, ডাঃ নজির হোসেন,আলহাজ¦ জহুরুল ইসলাম, শফিকুল বারী, জাতীয় ওলামা পাটির আহবায়ক হাফেজ মাওলানা মশিয়ার রহমান, জাতীয় কৃষক পাটির নেতা অহিদুজ্জামান কালু-সহ পৌর ও ইউনিয়ান জাতীয় পাটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় পাটির শাসন আমলের বিভিন্ন উন্নয়ন র্কমকান্ডের উল্ল্যেখ করে বলেন, পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মাদ এরশাদ ছিলেন এ দেশের উন্নয়নের এক মাএ কারীগর, তিনি ছিলেন ইসলাম ধর্মের একজন সেবক। শুক্্রবার ছুটির দিন-সহ তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন । পল্লীবন্ধু এরশাদ আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার রেখে যাওয়া আর্দশকে বুকে ধারণ করে র্তৃণমূল র্পযায়ে জাতীয় পাটিকে শুসংগঠিত করে আগামী দিনে পাটিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে । অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জনের অধিক নেতাকর্মী যোগদান করেন । প্রধান অতিথি নবাগতদের ফুল দিয়ে বরণ করেন ।
No comments