ঝিনাইদহের কালীগঞ্জে ঈশ্বরবা সোলায়মান হোসাইন ও রেবেকা খাতুন হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার (এতিমখানা) শুভ উদ্বোধন ।
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে ঈশ্বরবা সোলায়মান হোসাইন ও রেবেকা খাতুন হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার (এতিমখানা) শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা শুক্রবার সকাল এগারটায় মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয় ।
মাদ্রার প্রতিষ্ঠাতা সোলায়মান হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,বক্তব্য রাখেন ঈশ্বরবা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা জামাত আলী, বিশিষ্ঠ্য সমাজ সেবক আবুল হোসেন মোল্লা উপস্থিত ছিলেন কলীগঞ্জ নিমতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক (সিদ্দিক) কালীগঞ্জ পৌর সভার ৮ নং ওয়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান সাংবাদিক সাইদুর রহমান সাংবাদিক শাহআলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গন । আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন, আনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরবা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুস্তাফিজুর রহমান ।
No comments