মুসল্লীদের ওপর বর্বরোচিত হামলা গুলি ও তাণ্ডবের প্রতিবাদে ঝিনাইদহে হেফাজতে ইসলামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

সাধারণ ধর্মপ্রাণ মুসল্লী ও মাদরাসার ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা, গুলি ওতাণ্ডবের প্রতিবাদে হেফাজতে  ইসলামের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জের বলিদাপাড়া কাসেমুল উলুম কওমি মাদরাসার হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে  ইসলামের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ওসমান গনি। এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, শাইখুল হাদিস মাওলানা মাহবুব আজম,  মাওলানা মোসলেহ উদ্দিন,  মুফতি হাফিজুর রহমান প্রমুখ। সভায় শুক্রবার বাইতুল মোকারমে সাধারাণ ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হাটহাজারীসহ বিভিন্ন স্থানে নিহতদের খুনিদের শাস্তির দাবি করা হয়।


No comments

Powered by Blogger.