ঝিনাইদহে কলেজ ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী আবু সোমাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সোমা হরিণাকুন্ডু উপজেলার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডুর হাজী আরশেদ আলী কলেজের এইচএসসি ২য় বর্সের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগানে নিয়ে ধর্ষণ করে আবু সোমা। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি তার পিতা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরর পর থেকেই পলাতক ছিল প্রধান অভিযুক্ত আবু সোমা। এ মামলায় অপর দুই আসামী এখনও পলাতক রয়েছে।
মঙ্গলবার দুপুরে আবু সোমাকে হরিণাকুন্ডু থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
No comments