ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চার বাংলাদেশী আটক
মহেশপুর প্রতিনিধি- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাংলাদেশ সীমান্তে মাটিলা গ্রামের বাশবাগানের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ০৪ জন কে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করেছে।
আটককৃতরা (১) মোছাঃ আয়েশা (২৫), পিতাঃ খলিল চৌকিদার, গ্রামঃ পূর্বকেওড়া বুনিয়া, পোঃ ডাক্তারবাড়ী, থানাঃ+জেলাঃ বরগুনা, (২) লাবনী (৩০), পিতাঃ আঃ রব শেখ, গ্রামঃ+পোঃ+থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা, (৩) রাজীব সরকার (২৪), পিতাঃ ঝন্টু সরকার, গ্রামঃ আড়পাড়া, পোঃ ভেড়ারবাজার, থানাঃ+জেলাঃ গোপালগঞ্জ, (৪) দীনেশ রাজবংশী (৬৪), পিতাঃ দয়াল রাজবংশী, গ্রামঃ রাইশা, পোঃ রাইশা বাজার, থানাঃ জয়পাড়া, জেলাঃ ঢাকা। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
No comments