ঝিনাইদহে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সংলাপ

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়কারী খ.আশরাফুন্নাহার আশা, প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ, মাঠ সহায়ক মামুনুর রশীদ, আসমা পারভীন ও পারভীন আক্তার।

আলোচনা সভা শেষে সংবাদকর্মীদের অংশগ্রহণের নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে করনীয় নানা বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক, খ.আশরাফুন্নাহার আশা জানান, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প চলতি বছর শেষ হচ্ছে। এ প্রকল্প শেষ হওয়ার পর জেন্ডার ভিত্তিক সহিংতা যেন বন্ধ থাকে সেজন্য সাংবাদিকদের করনীয় নানা মতামত গ্রহণ করা হয়।




No comments

Powered by Blogger.