কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে ট্রাকের চাকায়
পিষ্ঠ হয়ে হাসিবুর রহমান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান উপজেলার বড় শিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে
এবং কালীগঞ্জ উপজেলার বিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
নিহতের চাচা
জসিম
উ্দীন জানান, নিহত হাসিবুর শনিবার রাত ৮ টার দিকে মোটরসাইকেলে চাচাতো ভাইয়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বড় শিমলা
বাড়িতে ফিরছিলেন সে পিছনে বসে ছিল। এমন সময় একটা ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয় হাসিবুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইমতিয়াজ আলম জানান, হাসপাতালে আসার আগেই হাসিবুলের মৃত্যু হয়েছে।
No comments