ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই ২ কৃষকের স্বপ্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে মারা গেছে ২ কৃষকের ৩ টি গরু। সেই সাথে ভষ্মিভূত হয়েছে বসতঘরসহ ৩ টি ঘর। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আব্দুল মান্নান জানান, রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তারা। রাত ১১ টার দিকে তার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে তার গোয়াল, বসতঘর ও তার ভাই লাল্টুর ঘরে। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ততক্ষনে পুড়ে যায় মান্নানের ৩ টি গরুসহ ২ জনের বসত ঘর।
আব্দুল মান্নান বলেন, আমার ৮ দিনের এড়ে বাছুরসহ ৩ টি গরু পুড়ে মারা গেছে। আশা ছিল গরুর যে দুধ হবে তা বিক্রি করে সংসার চলাবো। আমার এখন সব শ্যাষ ভাই। আমি তো পথে বসে গেলাম।
এ দিকে অগ্নিকান্ডের পর রোববার সকালে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন, শুকনা খাবারসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
No comments