ঝিনাইদহে সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে প্রাক্তন ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এসময় সোনালী অতীত ক্লাবের সভাপতি প্রাক্তণ ফুটবলার রতন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ ছাড়াও দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।


No comments

Powered by Blogger.