কালীগঞ্জে সাংসদ আনারুল আজীম আনার করোনা ভাইরাসের প্রথম টিকা নিলেন
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কালীগঞ্জ উপজেলায় প্রথম টিকা গ্রহণ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং সাধারন মানুষ টিকা গ্রহণ করেন।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনা জানান, উদ্বোধনী দিনে মাননীয় সংসদ সদস্য সহ অনেকেরই টিকা দেওয়া হয়েছে এখনও টিকাদান অব্যহত রয়েছে। তবে কতজনকে দেওয়া হবে এ বিষয়টি আমরা পরে জানাতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধা ইসরাইল হোসেন, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, সাবেক সভাপতি টিপু সুলতান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ স্থানীয় নেতৃবৃন্দ। টিকা নেওয়ার পর এমপি আনার বলেন, টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবকে ভুল প্রমাণ করে আমি সংসদ সদস্য হিসেবে উপজেলায় প্রথম টিকা নিলাম। আমি ভালো আছি, কোন সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।
No comments