কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময়ে গুরুতর আহতদেরকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের পাতিবিলা সাদিয়া তেল পাম্পের নিকট এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের সোহেল (২৭), একই গ্রামের আকরাম হোসেন (৪০) ও কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক বিশ্বাস (২৮)। এদের মধ্যে গুরুতর আহত কালীগঞ্জ বেথুলী গ্রামের দুখিরাম যশোর হাসপাতালে ভর্তি রয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে নিহত শোভিক বিশ্বাস কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে পাতবিলা তেল পাম্পের সামনে পৌছালে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস ক্রসিংয়ের সময় তার সামনে থেকেও একটি মোটরসাইকেল বাসটিকে অভার টেকিং করতে যায়। ফলে দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ই আবার কালীগঞ্জের দিক থেকে আসা অন্য আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শৌভিক মারা যায়। প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় ৩ জনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর আরো ২ জন নিহত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সড়কে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments