ঝিনাইদহে বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু বয়স্ক শক্তি স্বেচ্ছায় সেবা লীগ শহরের শিশু একাডেমী মিলনাতনে এ আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহ-মাগুরা মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুর আলম বিশ^াস, বঙ্গবন্ধু বয়স্ক শক্তি স্বেচ্ছায় সেবা লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম হুসাইন পলাশ, জেলা শাখার সভাপতি গোলাম মোর্শেদ জোয়ার্দ্দার ব্রাইট ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রনিসহ অন্যান্যরা। এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২ শতাধিক বয়স্ক নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
No comments