কালীগঞ্জে ধরা পড়লো চিতা বাঘ
আব্দুস সালাম জয় ঝিনাইদহ কালীগঞ্জ-
ঝিনাইদহের কালীগঞ্জে ৮নং মালিয়াট ইউনিয়নে রবিবার সকাল ৯ টার সময় ভিটাখোলা গ্রামে কিছু লোক বাগানের ভিতর ১টি চিতা বাঘ দেখতে পায়, চিতা বাঘটি গাছের ডালে বসে ছিল। গ্রামবাসীর খবর পেয়ে বাঘটি ধরতে চলে আসে। লোকজনের ভিড় দেখে বাঘ লাভ দিয়ে গাছের গোড়ায় বসে পড়ে। সাথে,সাথে ভিটাখোলা গ্রামের নুরুল হক কৌশলে বাঘটিকে বস্তার ভিতরে ঢুকিয়ে বাঘের গলায় শিকল বেঁধে দেওয়া হয়।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী ছুটে আসেন।
চিতাবাঘের বাচ্চাটি দেখতে শত,শত মানুষ ছুটে আসেন।
No comments