কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক


রাকিবুল ইসলাম,কালীগঞ্জ \ 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহিদা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৗরসভার কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদা বেগম কালীগঞ্জ পৌর এলাকার বাকুলিয়া গ্রামের মকছেদ বিশ্বাসের মেয়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, শহরের কলেজপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় জাহিদা বেগমকে ৮৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


No comments

Powered by Blogger.