রোগমুক্তি কামনা
স্টাফ রিপোর্টার-
দৈনিক নবচিত্র পত্রিকার প্রধাণ সম্পাদক, ও কালীগঞ্জ হাজী কল্যান সমিতির সন্মানিত সেক্রেটারি জনাব আলহাজ্ব মোঃ শহীদুল ইসলামের রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন দৈনিক নবচিত্রের স্টাফ রিপোর্টার সাংবাদিক ও কলামিস্ট আলহাজ্ব এম এ কাদেরসহ হাজী কল্যান সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ। এছাড়া মোঃ আনোয়ারুল আজীম আনার ও আলহাজ্ব মোঃ বদরউদ্দিন অটিস্টিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাংসদ জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার ও দাতা সদস্য আলহাজ্ব মোঃ বদরউদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ মোঃ শহীদুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করেন।
গত বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পত্রিকা অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জনাব শহীদুল ইসলামকে দ্রুত যশোর সদর হাসপাতালের করোনারী বিভাগে ভর্তি করে সিটি স্ক্যানে জানা যায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৯ টায় তার ছেলে সজলের কাছ থেকে জানা যায়, আগের তুলনায় তাঁর অবস্থা এখন অনেক ভালো। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা তাঁর রোগমুক্তির জন্য আল্লাহ'র দরবারে দোয়া করি।
No comments