ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
নড়াইল আদালতে তারেক রহমানের নামে সাজার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার সকালে শহরের আরাপপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম সম্পাদক রিন্টু মুন্সী, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সদর খানা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা শাখার অর্থ সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ রাজিব, মৎস্যজীবি দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জল হোসেন, আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় বক্তারা, নড়াইল আদালতে তারেক রহমানের সাজা দেওয়ার প্রতিবাদ জানিয়ে তা বাতিল করার দাবি জানান।
No comments