ঝিনাইদহে অটো রাইস মিল ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে অটো রাইস মিল ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্র্ক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অটো রাইস মিলএসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এ.কে. এম খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মফিজ মিয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক। বক্তারা, সরকারের কাছে তাদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান। সেই সাথে নিরাপদ চাল উৎপাদন ও ভেজাল রোধে মিল মালিকদের স্বচ্ছতার সাথে ব্যবসায় করার পরামর্শ প্রদাণ করেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, নড়াইলসহ দেশের ২০ টি জেলার চালকল মালিকরা অংশ নেয়।



No comments

Powered by Blogger.