শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। রোববার বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই দিন ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও প্রতিক বরাদ্ধ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

গত ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা। তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এরপর থেকে উপজেলা চেয়ারম্যান পদ শুণ্য রয়েছে।


No comments

Powered by Blogger.