ঝিনাইদহে জমকালো আয়োজনে এস এ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘আট পেরিয়ে নয়ে পদার্পন, সাথে আছি সব সময় এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এস এ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ  প্রেসক্লাবের  সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, এস এ টিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, এস এ পরিবহনের ম্যানেজার খন্দকার ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেইলি বাংলাদেশ পোষ্ট এর ভ্রাম্যমান প্রতিনিধি দেলোয়ার কবির, মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি কোরবান আলী, দৈনিক আমাদের কণ্ঠ এর জেলা প্রতিনিধি এম এ জলিল, ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি কে এম সালেহ, দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম, ভোরের পাতার জেলা প্রতিনিধি শাহানুর আলম, সময়ের আলোর জেলা প্রতিনিধি কাজী আলী আহমেদ লিকু, ভোরের কাগজের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মিলন, ঝিনাইদহ সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান সবুজ, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, মুভিবাংলা টেলিভিশন ও স্পন্দন পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি সুলতান আল একরাম, দৈনিক পথযাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি বশির আহমেদ, নারী সাংবাদিক ময়না খাতুন, দৈনি শ্যামবাজার পত্রিকার সম্পাদক আলী হাসান, সাংবাদিক এস কে কাদের, জাহিদ হাসান, জহিরুল ইসলাম, স¤্রাট হোসেন, আশরাফুল ইসলাম, শাহিনুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


                                                                                  


No comments

Powered by Blogger.