নলডাঙ্গায় কে বি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবন উদ্বোধন করলন এম,পি আনার
আব্দুস সালাম জয় ঝিনাইদহ কালীগঞ্জ :
ঝিনাইদহ সদর উপজেলর নলডাঙ্গা ইউনিয়নের করাতিপাড়া গ্রামে কে বি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক নতুন ভবন নির্মাণের শুভ উদ্বোধন করলেন জনাব, মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি মহাদয়।সংসদ সদস্য ঝিনাইদহ -৪।
শনিবার সকাল ১০ টার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি মহাদয়। সংসদ সদস্য ঝিনাইদহ -৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শিবলী নোমানী।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments