নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম গুরুতর অসুস্থ
॥স্টাফ রিপোর্টার॥
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম গুরুতর অসুস্থ। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা নীরিক্ষা শেষে ডাক্তার জানান তিনি ব্রেন স্ট্রোক করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও তিনি ফজর নামাজ শেষে নিজ বাসভবনে হালকা নাস্তা করেন। এরপর শারীরিকভাবে বেশ অসুস্থবোধ করলে তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা নীরিক্ষা শেষে ডাক্তার জানান তিনি ব্রেন স্ট্রোক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়। এই সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬) তিনি ঢাকার পথে রয়েছেন বলে জানা গেছে।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহজাহান আলী সাজু, সহ-সভাপতি ও চিত্রা নিউজের সম্পাদক সোলায়মান হোসাইন ও সম্পাদক এনামূল হক সিদ্দিকসহ প্রেসক্লাবের সকল সদস্য প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
No comments