করোনায় মারা গেলেন জাবির সাবেক কর্মকর্তা

 স্টাফ রিপোর্টার -

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু। মঙ্গলবার সকাল ৬.৪৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ারুল ইসলাম মন্টু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামে মকলেছুর রহমানের ছেলে। গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহিত মন্টু মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ ভূমিকা রাখেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন। চাকরি জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার নিজ এলাকায় মকলেছ-আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন।


No comments

Powered by Blogger.